আব্দার
কেউ আব্দার করে আকাশের চাঁদ হাতে এনে দেবার আবার বুভুক্ষু পেট আব্দার পাতে শুকনো দুটি রুটি। আব্দারের কোনও প্রকারভেদ বা সীমা পরিসীমা নেই, যা কিছু হতে পারে। এক ভাবুক শিল্পী আপন খেয়ালে বিধাতার কাছে আব্দার করেছে আকাশের বুকে ছোট্ট একটি জায়গা যেখানে সে নিজের খেয়ালে নিজের মতন করে রাঙ্গাতে পারবে। হতে পারে সে আকাশ সবুজ, হতে পারে সে লাল, যা কিছু হতে পারে। সে চায় কিছু নতুন, কিছু পরিবর্তন যাতে আকাশটা আরও সুন্দর হয় এবং সাথে সাথে জীবনটা। বিধাতা কি মানবেন তার এই সামান্য আব্দার?
আকাশে যদি আঁকা যেত
জীবনের বিভিন্ন রংগুলি দিয়ে
আকাশের বুক দিতাম ভরিয়ে ।
বিধাতার ভ্রূকুটি হতেই পারে
তিনি তো নানান ভাবে নানা রঙে
ভরিয়ে তোলেন আকাশ
বেয়াদপের বেয়াদপী চিন্তায়
রাগ হতে পারে তাঁর
শাপ শাপান্ত করতেই পারেন।
আনুরোধ তাঁকে ভাববার
তাঁর সৃষ্ট মানুষের সামান্য আব্দার
না হয় রাখলেন একবার
তাঁর আকাশ তো তাঁরই থাকবে
শুধু কোন এক সামান্য মানুষের
তুলির টানে আকাশের এক কোনা
নতুনভাবে পাবে শোভা
হতে পারে এক অনন্য সৃষ্টি।
এতে গৌরবই বাড়বে বিধাতার
মানতেই পারেন বিধাতা, এটুকু আব্দার ।