অনুভূতি

অবয়বহীন মন

এখনও রয়েছি পথে
অবয়ব হয়তো বা নেই
তবে মনটা গিয়েছে রয়ে
রয়েছি মিশে পথে ধূলিকণার মাঝে
অথবা বেড়াচ্ছি ভেসে
আকাশে বাতাসে দিনের আলোর সা্থে।

নিশুতি আঁধার রাতে
বেড়াই ঘুরে অলিতে গলিতে
শুনি শুধু তাহাদের কথা
কখনও বা গহীন অরণ্যে
হিংস্র বন্য পশুদের মাঝে
জড়িয়ে থাকি বৃদ্ধ বটবিটপিকে
অপার শান্তি আসে মনে।

এইভাবে কেটে যায় দিন কাটে রাত
স্মৃতির সরণীতে বেড়ায় ঘুরে
অবয়বহীন মন
খুঁজে ফেরে তার পুরানো বেলা
অবয়ব কেও হয়তো বা খোঁজে
বার বার বলে ডেকে ডেকে
আমি আছি, আমি আছি
আছি আমি তোমাদেরই মাঝে।