আগুনের স্ফুলিঙ্গ
প্রত্যেকটি ছোট বস্তুর মাঝে এক বিরাট সম্ভাবনা লুকিয়ে থাকে যা আমরা অনুধাবন করতে পারি না বা বুঝেও না বোঝার ভান করে থাকি। যেমন একটি বীজের মধ্যে একটি বিরাট মহীরূহ লুকিয়ে থাকে ঠিক তেমনি আপাত নিরীহ ছোট্ট এক আগুবের স্ফুলিঙ্গর মাঝে লুকিয়ে থাকে বিরাট এক দাবানল যে পুড়িয়ে ছারখার করে দিতে পারে সবকিছু, শুধু প্রয়োজন তার অনুকূল পরিবেশ। স্ফুলিঙ্গের এখন শুধু দাবানল হয়ে ওঠার অপেক্ষা। সেদিন সব কিছু পুড়ে মাটিতে ছাই হয়ে মিশে যাবে, গাছ হয়ে জন্মাবে সব মানুষ।
দরজার বাইরে দাঁড়িয়ে
আগুনের এক ছোট্ট স্ফুলিঙ্গ
আগুনের স্ফুলিঙ্গ না ছাই
যেন এক মটরদানা
মাটি তে পুঁতলে গাছ বেরুবে।
যতই তাকে অবহেলা কর
পাক সে শুকনো খড়ের গাদা
বা তোমাদের শুকনো হৃদয়
সুযোগ পেলেই জ্বালিয়ে পুড়িয়ে
ছারখার করে দেব সবকিছু।
মটরদানা হয়ে উঠবে দাবানল
তোমাদের শরীর ভস্ম করে
মিটিয়ে দেবে মাটির সাথে।
তখন তোমরা সবাই গাছ হবে
নিজেদের কথা নিজেদেরই গিলতে হবে।