অনুভূতি

অক্ষর বিন্যাস

মানুষ ভালোবাসে নিজের অনুভূতিকে প্রকাশ করতে। তার কথা বলা, লেখা, আঁকা, গান গাওয়া, বাজনা, খেলাধুলা বা অন্য যা কিছুর মধ্য দিয়েই তার অন্তরের ভালোবাসাটি বেড়িয়ে আসে। সমাজে শিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রতিযোগিতায় আমাদের ভালোবাসার সত্তাগুলো বেশীর ভাগ সময়েই সুপ্ত অবস্থায় থেকে যায়, প্রস্ফুটিত হতে পারে না এবং অকালেই ঝরে যায়। তবু কিছু মানুষ থেকে যান যাঁরা নিজের শৈল্পীক সত্তাকে বাঁচিয়ে রেখে তাঁদের শিল্পকলার মাধ্যমে আমাদের সমৃদ্ধ করেন।

কথার বিন্যাসে জড়িয়ে যাওয়া
রূপকথার মত ঝরে পড়া
কতকগুলো শব্দ, কতকগুলো অ ক্ষর
তারা কাঁদায়, আবার হাসায়
মন করে দেয় ভারাক্রান্ত
কখনও বা ভীষণভাবে ভাবায়

জীবনের জটিল তত্ত্ব থেকে
কল্পলোকের দুনিয়া অবধি
এই বিশ্বব্রম্ভান্ডের যত সব কিছু
তারা ব্যক্ত করে কাগজের পাতায়
ইলেকট্রনিক্স যন্ত্রে, মানুষের মাথায়
নিঃশব্দে বা শব্দের মূর্চ্ছনায়

কিছু অক্ষর, কিছু শব্দ
লেখনীতে বা কথায়
বাঙ্ময় করে তোলে এই পৃথিবী।