অনুভূতি

অলিন্দ

মনের অলিন্দ দিয়ে
কিছু ভাবনা, কিছু কথা
হেঁটে চলে যায়।
তদের সাথে দাঁড়িয়ে
দু দন্ড যে কথা বলব
সে সময় থাকে না
কখনও তাদের, কখনও আমার।

তারা যে আবার আসবে
তাদের সাথে যে কথা হবেই
তারও কোনও ঠিক থাকে না।
প্রায়শঃই তারা চলে গিয়ে
আর ফিরে আসে না
মনের দেখাটাই শুধু থেকে যায়।

সময়টা যদি আরও বেশী পেতাম
তাহলে খুব ভালো হত
অনেক নতুন ভাবনার সঙ্গ হত
অনেক নতুন ছন্দে কথা বলতাম
জীবনটা আরও সুন্দর ভাবে কাটত।

মনের অলিন্দের ভাবনা, কথা
আজও আসে আর চলে যায়
মনের দেখাটাই শুধু সার
মিলন আর হয় না ।