অনুভূতি

আলিঙ্গন

শূন্য থেকে বেড়িয়ে আসে
আজানুলম্বিত দুটি হাত
বলে আয়, বুকে আয়।
তীব্র ঘৃণায় করি প্রত্যাখান
বলি কোন অধিকারে তুমি
এসেছ এই অসময়ে নিতে?
বহু কাজই রয়ে গেছে বাকী
অনেক কামনা, বাসনা,ইচ্ছা
রয়েছে অপূর্ণ,
পারব না যেতে আমি, যাও ফিরে।

তৃপ্ত যখন হবে
এ শরীর, মন
থাকবে না কোনও পিছুটান,
সেদিন যদি আস তুমি
হয়ত বা দিতে পারি ধরা,
তোমার মৃত্যুশীতল আলিঙ্গনে
চলে যাব তোমার সাথে
ফেলে এই নশ্বর জীবন।