আমার আমি
মাঝে মাঝে তোমাদের থেকে দূরে থাকি
ভাব বোধহয় যে ইচ্ছা করে ভুলে থাকি
সেটা তো্মাদের এক্কেবারে ভুল ধারণা
তখন আমি নিজের মধ্যে ডুবে থাকি
নিজেকে সময় দিই, নিজের সাথে কথা বলি।
আমার নির্লিপ্ততাতে ভুরু কোঁচকাতেই পার
আমাকে উন্নাসিক, অহংকারী ভাবতেই পার
অভিমানে মুখ ঘোরালেও ভুল হবে না
তাহলেও তোমাদের কোনও দোষ দেব না
নিজেকে অভাগা বলে মেনে নেব।
আসলে আমার আমি টা বড় জেদী
মাঝেমধ্যেই অবুঝের মত বায়না করে
আমাকে একদম ছাড়তে চায় না
আমার বাইরের জগতটাকে মানে না
আমাকে নিজের কাছে আটকে রাখে।
তখন চাইলেও আমি বেরুতে পারি না
তোমাদের সাথে দেখা, কথা হয় না
জানি তোমরা আমাকে ভুল বোঝ
শুধু জেন, আমি অপারগ হয়ে দূরে থাকি
আমার আমির সাথে একাত্ম হয়ে থাকি।