আমি ও মন
পোড়া মনটা লাগামছাড়া
সৃষ্টিছাড়া আর পাগলপাড়া
সারাটি দিন বেড়ায় চরে
যত্র তত্র বিরাজ করে
ইচ্ছামতন থাকে।
মুচকি হেসে খালি বলে
নেইকো কোনও জায়গা থাকার
নেইকো কোনও বাসা
শরীর শরীর করেই মরো
বলতে পারো হলফ করে
আছে কি তোমার বাসা।
অবাক হলেও ভাবতে থাকি
কথাটা যে ভীষণ দামী
শরীরের কোন স্থানে যে
আছে আমার বাসা
কোথাও যে পাই না খুঁজে
আমার মনের মতই দশা।
বাসা খুঁজে পাইনি আজ ও
খুঁজতে থাকি, ভাবতে থাকি
লক্ষ কোটি আমির ভীড়ে
দিশাহীন তাই বেড়াই ঘুরে
দূর থেকে মন হেসে বলে
তুই ও আমার দলে।
তাই বিবাগী মন বেড়ায় ভেসে
আমিও যাবো চলে।