অমোঘ আকর্ষণ

বারবার জীবন এসেছে ফিরে
সময়ের অববাহিকায়
ফেলে আসা স্বপ্নের তীরে
চীৎকার করে করেছি সাবধান
একবার নয় বহুবার
বলেছি সরে যা দূরে
এই স্বার্থপর নিষ্ঠুর পৃথিবীতে
থাকিস না আর
কেউ কোনওদিন শোনে না কথা
অসহায়ভাবে শুধু দেখি
সময়ের সাথে জীবনের নিস্ফলা সংগ্রাম
করুণ আর্তনাদে আত্মসমর্পণ
তবুও বারবার জীবন আসে ফিরে
এই মায়াময় মৃত্যুপুরীতে
কোন অমোঘ আকর্ষণে