অন্তঃদৃষ্টি
গভীর নিশুতি রাতের নিস্তব্ধতার মধ্যে এক হিমশীতল শীতলতা, গা ছমছমানি থাকলেও সে কিন্তু বড় সুন্দর, তার গভীরতা অনেক অনেক বেশী। কালো কে যদি এতই ভয় তাহলে কেশ কেন কালো, মা কালীর কৃষ্ণ বর্ণে কেনো এত আলোয় আ্লো। আসলে কালো আর আলো একে অন্যের পরিপূরক, সব কিছু আপেক্ষিক। কালোর মধ্যে লুকিয়ে থাকে আলো আবার আলোর মধ্যে লুকিয়ে থাকে কালো। বাহ্যিক দৃষ্টিতে কালো আর আলো কিন্তু অন্তঃদৃষ্টিতে, চারিদিক ভরা আলোয়।
নিস্তব্ধতার মধ্যে অদ্ভুত এক
গভীরতা আছে
কালোর মধ্যে গা ছমছমে
হিমশীতল শীতলতা আছে
তাই তো রাত্রি এত গভীর, এত কালো।
পূর্ণিমার ফুটফুটে উজ্জ্বল চাঁদ
ঢেকে যায় অমাবস্যার কালোয়
আবার তারই মধ্যে যত্নে ঘুমিয়ে থাকে
জগতের সব আলো
এই আলো আঁধারির খেলা, বোঝা দায়।
কারও ভালো লাগে কালো
কারও ভালো লাগে আলো
মন খালি বলে কোনও ভেদ নেই
অন্তরের দৃষ্টিতে দুনিয়া আলোয় আলো
আর বাহ্যিক দৃষ্টিতে, চারিদিকে ভরা কালো।