অনুভূতি

অনুভব

চিত্রশিল্পী তাঁর মনের ভাবনা রং তুলির সাথে মিশিয়ে ক্যানভাসে তুলে ধরেন। তুলির শেষ টানের সাথে সাথে তাঁর চিত্র সম্পূর্ণ হয়, সেই চিত্রের আর কোনও পরিবর্তন হয় না। আমরা মোহিত হয়ে তাঁদের শিল্পকর্ম্ম দেখি। বিধাতার সৃষ্ট এই মহাবিশ্বে বিধাতাও মগ্ন তাঁর শিল্প সৃষ্টিতে। প্রতি নিয়ত তুলির টানে তাঁর শিল্পকর্ম্মে অহরহ পরিবর্তন করে চলেছেন। প্রাণীর শরীর ও তাঁর একটি ক্যানভাস যেখানে তিনি সময়ের রং রেখায় শরীরটিকে সাজিয়ে তোলেন। জন্ম থেকে মৃত্যুর বর্ণণা তিনি লক্ষ কোটি ক্যানভাসে ক্লান্তিহীন ভাবে করে চলেছেন। এই অদ্ভুত সুন্দর শিল্পকর্ম্ম শুধুমাত্র দেখার নয়, অনুভবের ও বটে।

আয়নার সামনে দাঁড়িয়ে এক
নগ্ন শরীর,
চোখ দুটিতে তার অবাক বিস্ময়।
অপলক নয়নে দেখছে সে
বিধাতার কি অপূর্ব সৃষ্টি।
জন্মলগ্ন থেকে
বিধাতার তুলির টানে,
প্রতি পলে, প্রতি ক্ষণে
ভাঙ্গছে, গড়ছে এই শরীর।
শৈশব থেকে যৌবন
যৌবন থেকে বার্দ্ধক্য,
কি নিখুঁতভাবে উঠেছে ফুটে
শরীরের ক্যানভাসে কালের গতি।

এরকম লক্ষ কোটী ক্যানভাসে
অহরহ চলছে বিধাতার
তুলির খেলা।
কখন কোন ক্যানভাসে
আঁকা শুরু হবে,
কখনই বা কোন ক্যানভাসে
পড়বে তুলির শেষ টান
সে বিধাতাই জানে।

মরমিয়া এই অপার্থিব সৌন্দর্য্য
শুধুমাত্র গভীর অনুভবের
নাহলে সে কেবলমাত্র পঞ্চন্দ্রিয়,
ষড়রিপুচালিত এক রক্তমাংসের দলা।