অনুভূতি

আড়াল

কেন এই আড়াল
কেন এই লুকোছাপা
সত্যকে আর কত
লুকোবি তোরা
মেঘের আড়াল দিয়ে
আকাশের প্রচন্ড সূর্য্যকে
যায় কি ঢাকা
এ সত্য কবে বুঝবি তোরা

জনতা আজ চাইছে বিচার
অপরাধ আর ঘৃণ্য মানসিকতার
নিষ্পাপ প্রাণের অকালে ঝরে যাওয়ার
অনেক হয়েছে আর নয়
বিচার চাই, বিচার
তাতে যদি রক্তস্নাত হয় পৃথিবী
তাও আছি রাজী
পরশুরামের কুঠার আসুক নেমে
পাপিষ্ঠমুক্ত হোক এই দুনিয়া।