অসহায়
শাস্ত্র মতে মানুষের এই পৃথিবীতে যাওয়া আসা চলতেই থাকে, অথচ সবকিছুই সংগঠিত হয় কোনও এক অদৃশ্য চালিকাশক্তির দ্বারা এবং সেই শক্তিকেই আমরা বিধাতা হিসাবে জানি ও মানি। এটা ভাবতেই অবাক লাগে যে আমাদের জন্ম মৃত্যু কোনটাই আমাদের হাতে নেই অথচ মাঝখানের যে সময়টাকে আমরা জীবন বলি, সেটিকে আমার আমার করেই মরি। সত্যি কি তাই? আমাদের জীবনের কোনও ঘটনার ওপরেই কি আমাদের অধিকার আছে না প্রতিটি কর্ম্মের পিছনে সেই অদৃশ্য চালিকা শক্তি। তাহলে কি আমরা অসহায় ভাবে পরজীবি হয়ে বেঁচে আছি হয়ে যার কোনও কিছু ক্ষমতাই নেই কেবলমাত্র বেঁচে থাকা ছাড়া, এটি নিয়ে দ্বন্দ রয়েই গেছে।
মানুষ বড় অসহায়
বোকার মতন বেড়ায় ঘুরে
শরীর আর মনটাকে নিয়ে
আমার আমার করেই মরে
আসলে সে যে দাবার ঘুঁটি
বোঝে না সে এক্কেবারে।
মানুষ বড় অসহায়
জানে সময়কে যায় না ধরা
তবুও তাকে ধরবে বলে
দিন ও রাত ছুটেই চলে
বেলা শেষে থমকে দাঁড়ায়
সময় চলে যায় দুলকি চালে।
মানুষ বড় অসহায়
আসাটাও নেই নিজের হাতে
যাওয়াটাও যে অন্য হাতে
মাঝখানের এই কিছুটা সময়
হেসে খেলে কাটালেই হয়
কবে যে বুঝবে তা ভবাই জানে।