বাঁকা চাঁদ
আকাশের বুকে বাঁকা চাঁদের সাথে প্রিয়ার মুখের বাঁকা হাসির যেন বড় মিল, দুইই অবোধ্য। বাঁকা চাঁদ যেন শাণিত তরবারি যা মূহুর্তে সামনের প্রতিরোধ ছিন্নভিন্ন করে দিতে পারে কিন্ত চাঁদ শান্ত স্থির সুন্দর, তেমনি প্রিয়ার মুখের তির্যক হাসি , সেটি রাগ না অনুরাগের অভিব্যক্তি বোঝা বড় দায়। এর চেয়ে ভালো কিছু না বলা, চুপচাপ দেখে যাওয়া, যেমন কাটছে দিন কাটুক।

আকাশের বাঁকা চাঁদ
আর তোমার মুখের
বাঁকা হাসি
মিলে মিশে একাকার
দুজনাই অবোধ্য, অধরা
কি যে বলতে চায়
রাগ না অনুরাগের প্রকাশ
বোঝা ভার
তাই শুধু দেখে যাওয়া
মনে মনে শুধু ভাবা
বহুদিন গেল কেটে এইভাবে
বাকী দিনও যাবে কেটে।