ভাঙ্গা জানলা
এক ভাঙ্গা মন যার সবকিছু গেছে হারিয়ে, কিসের আশায় যে বসে আছে সেই জানে।
মনের ভাঙ্গা জানলার ফাঁক দিয়ে
অনেক স্বপ্ন চলে গেছে ভেসে
পারিনি রাখতে বেঁধে তাদের
অসহায় ভাবে শুধু দেখেছি
চলে গেছে তারা কোন সুদূরে।
নিঃস্ব হয়ে বসে আছি আজ তাই
মনের জানালা কবে গেছে পুরো ভেঙ্গে
হাওয়া বয় হু হু করে মনেতে
উড়িয়ে নিয়ে যায় সবকিছু
শন শন শব্দে সে যে গান গায়।
তাও বসে থাকি ভাঙ্গাচোরা মনে
স্বপ্নগুলো যদি কোনদিন আসে ফিরে।