বিদ্রোহী মন
পৃথিবীটা আজ বন্ধ হাতের মুঠোয়
আকাশটাও হয়ে গেছে খুব ছোট
বাতাসে বিষ বাস্প উড়ছে দাপিয়ে
প্রকৃতিও তাই লাগে বড় নিস্প্রভ।
মনের জানালা দরজা বন্ধ রেখে
রোবট মানুষ ইঁদুর দৌড়ে ব্যস্ত
জীবনটাই গিয়েছে কোথাও হারিয়ে
বোকা ভাবনাটা ভয়ে থাকে সন্ত্রস্থ।
বিদ্রোহী মন দূরে যেতে চায় পালিয়ে
উলঙ্গ হয়ে ছুটে বেড়ায় এদিক ওদিক
আকাশেতে মেঘ গুরু গুরু গুরু গর্জ্জায়
আসুক প্লাবন ধুয়ে মুছে যাক চারিদিক।