বিগ্রহ
মন্দিরে স্থাপিত দেবতার বিগ্রহ, হাজার হাজার দর্শোনাথীর ভীড় কিন্তু ভগবান কি আছেন সেখানে? তিনি তো দাঁড়িয়ে দূরে হাজারো মানুষের ভীড়ে একাকী, কেউ নেই তাঁর পাশে। তাঁরই তো মন্দিরের বেদীতে পূজিত হবার কথা ছিলো কিন্তু কেন এমন হলো সে প্রশ্ন আজ তাঁর নিজেরই কাছে।
মন্দিরে মন্দিরে বেড়ায় ঘুরে দেবতা
কোথাও ঠাঁই নেই তার
গর্ভগৃহে প্রতিষ্ঠিত তার বিগ্রহ
হাজারো দর্শনার্থীর ভীড়ে দেবতাও সামিল
কোন অভিশাপে তাঁর এই করুণ দশা
জবাব চান তাঁরই বিগ্রহের কাছে।
মাথা কুটে মরে ভক্ত বিগ্রহের চরণে
অবাক বিস্ময়ে দেখেন স্বয়ং ভগবান
তিনিও ঠেকান মাথা
আশীর্ব্বাদ স্পর্শে চমকে তাকান
দেখেন বিগ্রহ হাসছেন মিটিমিটি
যেন বলে তুমি এখন ভক্ত আমি ভগবান।