অনুভূতি

বিশ্বাস

চিরন্তন সত্য যার ওপর পৃথিবীটা দাঁড়িয়ে আছে।

বিশ্বাস ছোট্ট একটি শব্দ
নিরীহ অতি সাধারণ
ছোট্ট বীজে সুপ্ত মহীরূহর মতন।
এর মধ্যেই নিহিত জীবনের জয়গান,
সত্য, ভালবাসা, বন্ধুত্ব, আত্মীয়তা
সবারই সখ্যতা বিশ্বাসের সাথে।
তারি হাত ধরে জন্ম জ্ঞানীর
সেই দেখায় জীবনকে মুক্তির পথ,
লুকিয়ে তারি মাঝ্র ব্রহ্মান্ড সৃষ্টির ইতিহাস
আদিহীন, অন্তহীন প্রাণের বিশ্বাস।