বদ্ধ ঘরের শব্দ
বদ্ধ ঘরের মধ্যে আছি বসে
দিন রাত্রির কোনও হিসাব নেই
নেই প্রকৃতির আলো ও বাতাস
ঘরঘর আওয়াজে পাখাটা চলছে
কবে যে কে চালু করে দিয়েছিলো কে জানে
দমবন্ধ গুমোট পরিবেশ
বসে আছি একা, শব্বদ শুনছি।
শব্দ নানানরকম কথা বলে
আনন্দের দুঃখের বিষাদের বেদনার
বোঝার চেষ্টা করছি কোনটা কিসের শব্দ
পাছে ভুল হয়ে যায় চিনতে
মাঝে মধ্যেই আনন্দ আর বেদনার চীৎকার
ভীষণভাবে গুলিয়ে ফেলি
মনোবেদনার শব্দ বুঝতে পারিনি আজ ও
বদ্ধ ঘরের মধ্যে আছি বসে
দিন রাত্রির নেই কোনও হিসাব
চারিদিক নিস্তব্ধ নিশ্চুপ
হৃদয়ের গভীর অন্তঃস্থল থেকে আসছে উঠে
মৌনতার তরঙ্গ, এক অপার্থিব শব্দ
এ শব্দ কিন্তু একেবারে অচেনা অজানা
গভীর, আরও গভীরে যাচ্ছি ডুবে।