বন্ধন
মনটাকে বাঁধবার চেষ্টা করছি
বহুদিন ধরে, নানাভাবে
কিছুতেই পারছিনা।
বাঁধা তো দূরের কথা,
আসছেই না নাগালে।
খালি পালিয়ে বেড়াচ্ছে
এদিক, ওদিক, সেদিক
একদম কথা শোনে না।
মাঝে মধ্যে কি যে হয়,
থম মেরে বসে থাকে,
শান্ত, ধীর, স্থির
যেন সুবোধ বালক,
অথচ আশ্চর্য্যভাবে ধরা-ছোঁয়ার বাইরে।
জিজ্ঞাসা করলে শুধু বলে
ও নাকি জীবনের কথা ভাবে
মুক্তির কথা ভাবে।
আমি হেসে বলি ওরে পাগল
লাগামহীন, বন্ধনহীন, মুক্ত বিহঙ্গ তুই
বন্ধনের দুঃখ তো তোর নেই,
তোর মুখে মুক্তির কথা,
বড় বেমানান, বড় অদ্ভুত।
উদাসীন মন উত্তর দেয়
জীবনের কাছে সে বাঁধা
সৃষ্টির জন্মলগ্ন থেকে
আজীবন, আমৃত্যু।