অনুভূতি

চক্রব্যূহ না ষড়যন্ত্র

জীবনকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেন বা বিভিন্ন আঙ্গিকে দেখেন। জীবন নিয়ে নানান রকম মতবাদ প্রচলিত থাকলেও একটি জায়গায় ভীষণ মিল আর সেটি হচ্ছে সব কিছুর শেষ ই মৃত্যুতে। এই যে বারবার পৃথিবীতে ফিরে আসা, কিছু সময় কাটানো আর তারপর সেই অজানা দুনিয়ায় ফিরে যাওয়া এটি চক্রব্যূহ না ষড়যন্ত্র, দ্বন্দ জাগে বৈকি।

পথ চলতে চলতে চলতে ঠোক্কর খাওয়া
আঘাত পাওয়া বা রুধির পাত
আবার শুরু পথ চলা
কথা বলা, শোনা গল্প বলা

যুদ্ধ, যুদ্ধ, চারিদিকে যুদ্ধ
মনের ভিতরে বাইরে সর্ব্বত্র
তাই বলে কি পালিয়ে যাওয়া
সেটা তো কাপুরুষতা

মৃত্যু অবধারিত জেনেও জন্ম
কোনও প্রতিবাদ নেই তার
অমরত্ব লাভের জন্য সমুদ্রমন্থন
নীলকন্ঠ হবার কোনও লোক নেই
যত সব আজগুবী চিন্তা।

সম্ভব অসম্ভব সব আপেক্ষিক
এক তুড়িতেই পালটে যায় সব সমীকরণ
সংসারের মায়াজালে আবদ্ধ মানুষ
এটা চক্রব্যূহ না ষড়যন্ত্র দ্বন্দ জাগে মনে
এক অদ্ভুত যাঁতাকলে আটকে জীবন।