চেনা
মানুষ স্বপ্নের পূজারী, সে স্বপ্ন দেখতে ভালোবাসে। স্বপ্ন দেখার অবাধ স্বাধীনতা থাকাতেই তো পর্ণ কুটিরে ছেঁড়া কাঁথায় শুয়ে রাজপ্রাসাদের অভ্যন্তরে তার অবাধ বিচরণ। অথবা নীল আকাশের বুকে স্বপ্নের সপ্তডিঙ্গায় ভাসতে ভাসতে সে যায় পৌঁছে এক অচীন পুরীতে। তার বুকের মধ্য দিয়ে অবিরত বয়ে যায় মণিমাণক্যে ভরা এক নির্ম্মল আনন্দে ভরা টলটল স্বচ্ছ স্বপ্নের নীল নদী। হোক না সবই স্বপ্ন কিন্তু এটি তার একান্ত আপনার, প্রাণের তার বাঁচার উৎস।
সৃষ্টির উল্লাসে,
ভেসে যায় সপ্তডিঙা
সাদা মেঘ হয়ে,
স্বপ্নের নীলাকাশে।
কত সুর, কত মুর্চ্ছনা
নদী হয়ে যায় বয়ে,
মনের অতল গভীরে।
মণি-রত্ন রাশি রাশি
ছাইচাপা পড়ে আছে
স্মৃতির মণিকোঠায়।
সময় যাচ্ছে চলে
চেনবার কেউ নেই,
এই দুনিয়ায়।