অনুভূতি

ছাড়া মন

মনের গতিবিধি সীমাহীন কিন্তু তাকে বেশীর ভাগ সময়েই বাস্তবের যাঁতাকলে আবদ্ধ থাকতে হয়। শরীরের তো কোনও উপায় নেই, তাকে জীবনের চক্রব্যূহে ঘুরতেই হবে তবে মন, তাকে তো মুক্ত করে দেওয়া যেতেই পারে। বেড়াক না ঘুরে সে আকাশ পাতাল অন্তরীক্ষে, নিজের মনে নিজের ছন্দে।

অনিশ্চিত জীবন থেকে দূরে
বহুদূরে মন যায় ছুটে
কোনও এক অজানার দিকে
যেখানে আছে শুধু শান্তি
প্রেম, ভালবাসা, আর আছে
দু-দন্ড জিরোবার সময়।

অনেক তো হোল পেষা
এই সংসারের যাঁতাকলে
জীবনের এই ইঁদুর-দৌড়ে
অনেক দিনই তো হোল বাঁচা
আর যতটুকু আছে বাকী
তাও কি যাবে এভাবেই চলে?

শরীরটা ছাড়তে যদি না পার
মনটাকে এবার নাহয় দাও ছেড়ে
লাগামহীন ঘোড়ার মতন বেড়াক ছুটে
এদিক ওদিক সেদিক বনপ্রান্তরে
শহর নগর ছেড়ে দূরে বহুদূরে
যাক না পৌঁছে কোনও গহীন অরণ্যে।

হয় তো হয়ে যাবে একেবারে একা
ফিরে যেতে পারে গুহামানবের জীবনে
নতুবা পৌঁছে যাবে চাঁদে, মঙ্গলে
আরও দূরে, নীহারিকায় বেড়াবে ভেসে
অথবা হানা দেবে এক স্বপ্নের দেশে
বাঁধবে সেথায় বাসা বুকে নিয়ে আশা।

এভাবে কেটে যাবে অনেক সময়
শরীর টাও হবে অনেক পুরানো
ভবঘুরে মন একাকী বেড়াবে ঘুরে
তার পথ চেয়ে শুধু বসে থাকা
ক্ষ্যাপা মন খুঁজে ফেরে পরশপাথর
কি কারণে এই যাওয়া আর আসা।

ঘুরে ফিরে, ভেসে বেড়িয়ে বিবাগী মন
হয়তবা আসবে ফিরে ক্লান্ত দেহে
তোমার কাছে এই মানব দেহে
কাটাবে কিছুদিন তোমার সাথে
আগল রেখ খোলা মনের দুয়ারের
আবার যদি সে যেতে চায় চলে
যেন যেতে পারে।