ছিন্নমূল

অস্তিত্বহীন ছিন্নমূল
শিকড় থেকে সমূলে উৎপাটিত ছিন্নমূল
অবহেলায় আবর্জ্জনায় নিক্ষেপিত ছিন্নমূল
মৃত্যু অথবা পরজীবী জীবন
বিধির বিধান
তুমি, আমি, সবাই ছিন্নমূল
ছিন্নমূল প্রাণী,গাছ-পতঙ্গ।
ক্ষণিকের বাস পৃথিবীতে
কোন্ সে সূদূরে খুঁটি বাঁধা
উদাসীন মন
তবু অজানাকে আঁকড়ে ধরা
ফিরে যেতে নাহি চায় মন
সব কিছু আপন লাগে
ছিন্নমূল জীবন মেনে নিয়ে
বেঁচে থাকা।
অস্তিত্বহীন ছিন্নমূল
শিকড় থেকে সমূলে উৎপাটিত ছিন্নমূল
জীবনের খোঁজে ছিন্নমূল
এক প্রহেলিকায় ভরা
চক্রাকারে ঘোরা।