অনুভূতি

চোখে পড়ে

আমরা দৃষ্টি বলতে বাহ্যিক দৃষ্টি মানে চোখ দিয়ে যা দেখি তার কথা বুঝি কিন্তু আরও একটি দৃষ্টি মানে অন্তঃদৃষ্টির কথা আমরা ভাবি না বা প্রায়শঃই এড়িয়ে যাই। দুই ক্ষেত্রেই চোখে পড়া বা না পড়াটা আপেক্ষিক এবং এটি মানুষের মানসিকতার ওপর নির্ভর করে। একই জিনিষ যে সবার চোখে পড়বে তার কোনও মানে নেই। দেখা, না দেখা, বা দেখতে না চাওয়া যা কিছুই হতে পারে, এখানে দ্বন্দের কোনও অবকাশ নেই।

চোখে পড়ে
চোখে পড়ে অনেক কিছুই
কিছু দেখি, কিছু দেখি না
কিছু ইচ্ছা করে দেখি না
আবার কিছু দেখতে চাই না
সব কিছু যে চোখে পড়ে তাও নয়
তবে চোখে পড়ে অনেক কিছুই।

পাঁচটি ইন্দ্রিয় ছয়টি রিপু
সব কিন্তু ভীষণ ভাবে সজাগ
সবাই দেখে সবাই শোনে সবাই বোঝে
সবটাই নিজের মতন করে
দেখা, শোনা বোঝা সবই আপেক্ষিক
কাউকেই বেশী গুরুত্ব দিয়ে লাভ নেই
না চাইলেও অনেক কিছু চোখে পড়ে।