দেখা
এই অনন্ত বিশ্বে মানুষের যাওয়া আসার গল্প আর তারি সাথে আছে অনুভূতি।
সীমাহীন প্রান্তর, বিশ্ব
যতদূর দেখা যায় শুধু শূণ্য
শূণ্যের আগে পরে শূণ্য
তারি মাঝে ভাসছে স্বপ্নের ফানুস
ঘর, বাড়ী, সংসার আরও কত কি
বাস্তবের আবেগে বিভোর জাগতিক মানুষ।
চোখ মুদে আসা, চোখ মুদে যাওয়া
মাঝখানে থাকে শুধু জীবনের মায়া
আসল নকল মিলেমিশে একাকার
চোখখানি খুলে শুধু দেখ একবার।