অনুভূতি

ধন্দ

শরীরের মধ্যে বাস করে মন
না মনের মধ্যে বাস করে শরীর
এ নিয়ে বড় ধন্দ
একজন দৃশ্যমান অন্যজন অদৃশ্য
একজন নশ্বর, অন্যজন অবিনশ্বর
দুজনের মধ্যে অনিয়মের ভাগটাই বেশী
তবু তারা একসাথে থাকে
গলাগলি করে পাশাপাশি চলে
সৃষ্টির আকদিকাল থেকে।