দস্যু রত্নাকর
গল্প শুনতে
সবার ভালো লাগে
কিন্তু গল্প হতে
সেটা কখনও কি ভেবেছ?
আসলে জীবনটাই এরকম
গল্প শুনতে শুনতে
কখন গল্প হয়ে যাবে
সেটা জানা নেই
এক অনিশ্চয়তায় ভরা জীবন
সবার মধ্যে আছে
দস্যু রত্নাকর
মরা মরা বলতে বলতে
কবে যে রাম হয়ে গিয়েছিলো
নিজেই জানে না
তবে এই দুনিয়ায়
রাম হয়ে জন্মায় সবাই
ধীরে ধীরে হয়ে যায়
দস্যু রত্নাকর
এ এক উলটপুরানের গল্প