অনুভূতি

দুজন আমি

মানুষের মধ্যে প্রায়ই দ্বৈত সত্তা কাজ করে। এরকম ই একটি অনুভূতি।

অলস সময় যাচ্ছে কেটে
শুয়ে বসে মনে মনে ছবি এঁকে
অথবা লিখে কিছু হিজিবিজি
সময় কিন্তু যাচ্ছেই কেটে।

মনটা কিন্তু বড় বেয়ারা
মাঝেধ্যেই ভীষণ লাগামছাড়া
কোথায় যে থাকে, কোথায় যে যায়
বুঝি না কিছুই,শুধু দেখে যাই।

একটি আছে আমার আমি
মনের সাথে তার বড় ভাব
আবার যখন তখন হয় যে আড়ি
যাঁতাকলে পেষে এই অভাগা
ধাঁধাঁ লাগলেও এই হক কথা।

দ্বিধা দ্বন্দের ও নেই কোনও শেষ
সব নিয়ে তবু আমি আছি বেশ
এই আমি আর আমার আমি
দুইই আসল দুইই দামী।