এগোতে পারিনি
পথে পথে অনেক ঘুরেছি
পথকে জানার পথকে বোঝার
চেষ্টা করেছি অনেক
ঘুরপাক খেয়ে বারে বারে
সেই একই জায়গায় পৌঁছেছি
একচুল ও পারিনি এগোতে।
চলতে চলতে পথ কখনো কখনো
আকাশের বুকে মিশেছে
তখন আকাশের পথে চলেছি
সৌরমন্ডল নীহারিকা ছাড়িয়ে দূরে
আরও অনেক দূরে
তারপর হঠাৎ দেখি কখন
পৃথিবীর বুকে রাঙ্গা মাটির পথে চলেছি।
বারে বারে পথ বদল করেছি
মনে ইচ্ছা গন্তব্যস্থলে পৌঁছানোর
কোথায় যাব তা কিন্তু জানা নেই
যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী
এই দিশাহীন পথ চলা
থামতে চেয়েও পারিনি থামতে
চক্রাকার জীবনের পথে ঘুরেই চলেছি ।