গতিপথ
চঞ্চল মন ভাবনার ডানায় ভর করে এদিক ওদিক ছুটে বেড়ায়। কোনও জায়গায় স্থিতু হয়ে যে বসবে তার উপায় নেই আবার চলে যায় অন্য জায়গায়, অসম্ভব অবাস্তবের পিছনেও ছুটে মরে। এরকম ই একটি ভাবনার প্রতিফলন।
জীবনের গতিপথ বদলাতে গিয়ে
যদি নিজেই বদলে যাও
সময়টাকে বাঁধতে গিয়ে
যদি নিজে বাঁধা পড়ে যাও
ক্ষতি কিছু নেই তাতে
মাঝরাতে ঘুম ভেঙ্গে যাওয়া চোখে
হিসাব নিকাশ সব ভেসে আসে
অতীতের ডাক বড় মোহময়
একবার যদি ফিরে পাওয়া যায়
দিন যায় দিন আসে।