অনুভূতি

জীবাত্মা

এই অসীম বিশ্বসংসারের কর্ম্মকান্ড সাধারণ মানুষের ক্ষুদ্রবুদ্ধির বোঝার বাইরে। বিশ্বপিতা জীবাত্মা সৃষ্টি করে এই পৃথিবীর চক্রব্যূহে কেন যে ঘুরিয়ে মারেন বোঝা বড় দায়।

সীমার মাঝেই অসীম আছে
অসীমের মাঝে সীমা
বোকা মন বুঝতে যে নারে
চক্রাকারে খালি ঘুরে ফেরে
জীবাত্মা তাই আসে ফিরে ফিরে
এই পৃথিবীর বুকে।