অনুভূতি

জীবনের আলো

মাঝেমধ্যেই ছন্দেহীন হয়ে যাই
কেমন যেন বেতালা  বাজতে থাকি
সুর লয় তাল সব যায় হারিয়ে
যেন এক দিশাহীন পালহীন নৌকা
মাঝ দরিয়ায় ভাসছে একাকী।

মন বলে মাঝে মাঝে একাকীত্ব ভালো
নিজের সামনাসামনি যায় দাঁড়ানো
নিষ্কাম কর্মের প্রতীক এই যে হৃদয়
বসা যায় তার সাথে দু’দণ্ড
সেই তো ছড়ায় জীবনের আলো।