জীবনের খেলাঘর

জীবনের খেলাঘরে
বুকে নিয়ে কিছু আঁকিবুকি
ভেসে যায় মোর ভাবনার খেয়া
কোন সে সুদূরে, কোন পারাবারে
কোন অজানার তরে।
কোন সে গহীন আবেগের তরে
এঁকেছিনু তা তোমার বিহনে
সব বুকে নিয়ে পাগলের মত
ভেসে গেল সে আমারই মত
কোন সে দিগন্ত পারে।
জানি না এ যে কিরকম ব্যথা
বিরহ বেদনা না প্রেমগাথা
অশ্রুর ধারা বাঁধিতে যে নারে
ঝাপসা দৃষ্টি, ঝাপসা স্মৃতি
তাকায় অলীক পানে।
জীবনের খেলাঘরে
ভেসে যায় মোর জীবন প্রবাহ
জীবনেরই সুরে তালে।