অনুভূতি

জীবন্মৃত

আমার একটা আমি থাকে
সেটাকে আজ বিসর্জন দিলাম
এখন আমি এক জীবন্ত লাশ
অনুভূতিহীন, প্রেমহীন, মনহীন।

বুকের ভিতর হৃতপিন্ডটা
ধুকপুক ধুকপুক করছে
ওটা আগে হৃদয় ছিল
এখন কেবলই এক মাংস পিন্ড।

শান্তির খোঁজে বেড়িয়েছিলাম
মন আর হুঁশ ছিল সাথী
সবাইকেই তো বিসর্জন দিয়েছি
এদেরও তাই তাড়িয়ে দিলাম।

কোন কিছুতেই আর বিকার নেই
যেদিকে তাকাই সেদিকেই শান্তি
মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা
কিছুই যে আর নাড়া দেয় না।

বেঁচে আছি আজও আমি
এক জীবন্মৃত মানুষ হয়ে
এরকমটা কখনও ভাবিনি হবে
সেটা আমার অন্তরাত্মা জানে।