জীবন না মৃত্যু
জীবনের কোনও এক মোড়ে কখনও সখনও মন এসে দাঁড়ায় জীবনমৃত্যুর সন্ধিক্ষণে, ভেবে পায় না সে যে কোন পথে যাবে।
অঝোর ধারায় ঝরছে বৃষ্টি
অতল গভীর গিরিখতের কিনারায় দাঁড়িয়ে
একটি ক্লান্ত প্রাণ
জীবন আর মরণের ফারাক ঠিক কতখানি
মনে মনে মাপবার ব্যর্থ প্রচেষ্টায়।
একদিকে জীবন ডাকে আয় আয়
অন্যদিকে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে
মৃত্যুর আলিঙ্গন
বড় দ্বিধায় পড়েছে প্রাণ, যাবে কোন দিকে
দুজনেই আজ যেন বড় প্রিয় তার।
জীবাত্মা আর পরমাত্মা হাসেন আনন্দে
প্রাণ নতজানু হয়ে অশ্রুতে ভাসে।