অনুভূতি

জিয়নকাঠি

এক বিক্ষিপ্ত ভাবনার প্রকাশ

কোনও কিছুর তফাত নেই
জ্যোৎস্নার আলোয় উদ্ভাসিত বন্যপ্রান্তর
অথবা অমাবস্যার রাতে মোড়া নিশুতি জনপদ
অন্ধের কিবা দিন কিবা রাত
অনুভূতিহীন মনটা পড়ে আছে জড়পদার্থের মত।

দরকার জড়বস্তুতে প্রাণসঞ্চার করার
এক জিয়নকাঠি।
তাহলে হয়ত স্থবির দুনিয়াটা পাল্টাবে
প্রাণের স্পন্দনে জেগে উঠবে পৃথিবী
অনুভূতির ছোঁয়া লাগবে আকাশে বাতাসে।