অনুভূতি কাক December 21, 2024December 21, 2024 by Ranjan Bhattacharya রোজ সকালে জানলার ধারেএকটা কাক ডাকে, খোঁজে আমাকেঘুম ভেঙ্গে যায়, দেখি তাকে, সেও দেখেরোজ সকালে আমিও খুঁজিকাকের ডাকটাকে, কাকটাকেএক অদ্ভুত সখ্যতা এই বার্ধক্যের একাকীত্বেরোজ সকালে জানলার ধারেএকটা কাক ডাকে। Post navigation কয়েদী নম্বরবাতাসের কথা