অনুভূতি

কাক

রোজ সকালে জানলার ধারে
একটা কাক ডাকে, খোঁজে আমাকে
ঘুম ভেঙ্গে যায়, দেখি তাকে, সেও দেখে
রোজ সকালে আমিও খুঁজি
কাকের ডাকটাকে, কাকটাকে
এক অদ্ভুত সখ্যতা এই বার্ধক্যের একাকীত্বে
রোজ সকালে জানলার ধারে
একটা কাক ডাকে।