অনুভূতি

কালো কাক

কাককে নানান ভাবে ব্যাখ্যা করা যায়, কালো কাক, চতুর কাক, বিচ্ছিরি কাক, কর্কশ স্বরের কাক আবার সমাজের বন্ধু কাক। কাককে কেউ পছন্দ করে বলে মনে হয় না কিন্তু তারা চারিদিকে ভীষণভাবে বিদ্যমান। কাকের রঙ কালো এবং ভীষণ সুযোগ সন্ধানী,তবে তাদের মনটাও কি মানুষের মত কালো ? কেন জানি না মনে হয় যে সমাজে মানুষ নয় একদল কালো কাক রক্তচক্ষু নিয়ে ঘুরে বেড়াচ্ছে।

সমাজের মুক্তাঙ্গনে বেড়ায় ঘুরে
একদল কালো কাক উচ্ছিষ্টের খোঁজে
চতুর চোখে উঁকি মারে এদিক ওদিক
কর্কশ স্বরে চীৎকার করে জানান দেয় নিজেদের
সর্ব্বত্রই তাদের আনাগোণা, চোখের পলকে হাজির
একদল কালো কাক, উচ্ছিষ্টের খোঁজে।

ঘুণ ধরা সমাজে একদল কালো কাক
গ্লানি ভরা সমাজে একদল কালো কাক
রক্তচক্ষু নিয়ে একদল কালো কাক
সমাজের জঞ্জাল একদল কালো কাক
কালো মন, কালো মাথা, একদল কালো কাক।