কালো সাপ
আমার শরীরে একটা সাপ আছে
লোকে বলে ওটা মন
আমি বলি কালো সাপ
কখনও বা সে সুপ্ত
কখনও বা সে ভীষণ জাগ্রত
সাপ কি কখনও পোষ মানে
মানে না চেষ্টাও করি না।
সে যেমন বলে
আমি সেরকম ই করি
সে যেভাবে চলতে বলে
আমি সেভাবেই চলি
আমাকে সে বাঁচিয়ে রাখি
সে ছাড়া আমি যে অচল
মাঝে মাঝে সে দংশায়
বিষ ঢেলে দেয় প্রগাঢ়ভাবে
আবার কখনও বা সে
শুধু কামড়ে দিয়েই ক্ষান্ত থাকে
দাসানুদাস এই আমি
চুপ করে শুধু দেখে যাই
আমার শরীরে একটা সাপ আছে
কালো সাপ, জাত সাপ