অনুভূতি

কেঁদে মরা

হাজারো লোকের ভীড়ে আমিও চলেছি পথ
কোনও লোক চেনা নয় তবু সব লোক চেনা
আমার হয়ত নয়, তবে কারুর তো হবে
চেনা অচেনায় ভরা এই বিশাল দুনিয়া
সবাই আছে ভাল তার নিজের মতন
আমিও ভাল আছি আমার মনের মতন
কারু কোনও অসুবিধা নেই
তবে কেন এই অকারণ কেঁদে মরা।