খেলাঘর
জীবনের খেলাঘরে
অনেকগুলো দরজা আছে
নানান রং এর, নানান নামে।
সুখের দরজা, দুঃখের দরজা,
আশার দরজা, হতাশার দরজা
শান্তির দরজা, যন্ত্রনার দরজা
এরকম আরও হাজারো দরজা
আগুনতি, রঙ বেরং এর।
শিশুর জন্মের সাথে সাথে
ওপরওয়ালা তার কানে কানে
মনের দরজার হদিশ দেন
বলেন ভুলে গেলে কষ্ট পাবি
রং গুলো তাই রাখিস মনে।
শিশু মন, রাখে না মনে সাবধান বাণী
অর্ধেক রং যায় সে ভুলে
দরজাগুলোও হারিয়ে যায়।
জীবনের এই চলার পথে
সুখ আর শান্তির দরজার রং
যার থাকে মনে
সুখ-শান্তির দিশা সে পায়
জীবনটা তার সুখেই কাটে।
আর যদি না থাকে মনে
দুঃখ কষ্টের চক্রব্যূহে
ঘুরতে থাকে ঘুরতে থাকে।