অনুভূতি

ক্ষমতার অলিন্দ্য

ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করে
মানুষের অবয়বের কিছু বিষাক্ত সাপ
জাত, ধর্ম, বর্ণহীন
লোভে চিক চিক করা ঘোলাটে চোখ
বিষ বাস্প নির্গত হয় এদের মুখ দিয়ে
ভয়ে কুঁকড়ে থাকে অসহায় মানুষ।

সাপেদের উৎসাহ দেয় কিছু শয়তান
তথাকথিত বিদ্বজন ও আছে এদের দলে
মানুষ সরল মনে এদের কথা শোনে
সুবিধা আদায় করে এরা ছলে বলে কৌশলে
সাপেদের অঙ্গুলিহেলনে এরা চলে পথ
শিরদাঁড়া দিয়েছে বিকিয়ে বহুকাল আগে।

বাকী রইল পড়ে সাধারণ মানুষ
কিছু সাপেদের সাথে ভীড়ে লুটেপুটে খায়
বাকী কিছু প্রতিবাদী সাপের দংশনে প্রাণ হারায়
আমরা যারা ভদ্রলোক থাকি ঘরের কোণে
ঘাপটি মেরে, চুপটি করে, চোখ বন্ধ করে
ঘুরে যায় দিন, মাস, বছর
ক্ষমতার অলিন্দে বিষাক্ত সাপ বংশবৃদ্ধি করে।