কিছু কথা
কথায় আছে অসির ছেয়ে মসী বড়। অসির ক্ষত নিরাময় হয় কিন্তু মসী বা বাক্যবাণের ক্ষত সে তো হৃদয়ে বেঁধে, সে ক্ষত সারাজীবন বয়ে নিয়ে চলতে হয় , মাঝে মধ্যেই সে পীড়া দেয়। মুখ নিসৃত কথা কখনও ফুল হয়ে ফোটে কখনও বা কাঁটা হয়ে বেঁধে। কখনও সে ভগবানের রূপ ধরে কখনও বা সাক্ষাৎ শয়তান। এই দুই বৈপরীত্যের মধ্যেই তার বাস, তারি মাঝে খেলা করে।
কিছু কথা
ফুল হয়ে ফোটে
কিছু কথা
তীর হয়ে বেঁধে
বক্ষ পিঞ্জরে
কখনও বা সে
হয় ভগবান
কখনও বা সে
হয় শয়তান
কিছু কথা
আলো আঁধারির মাঝে
খেলা করে।