অনুভূতি

কিছু কথা

কথা কখনও মধুর যেন ফুল হয়ে ফোটে আবার কখনও বা শেল হয়ে বুকে বেঁধে।

কিছু কথা
ফুল হয়ে ফোটে
কিছু কথা
তীর হয়ে বেঁধে
বক্ষ পিঞ্জরে

কখনও বা সে
হয় ভগবান
কখনও বা সে
হয় শয়তান

কিছু কথা
আলো আঁধারির মাঝে
খেলা করে।