অনুভূতি

কোনও কথা নেই

কোনও কথা নেই
শুধু আছে শুকনো পাতার
মর্ম্মরধ্বনি আর একরাশ শূণ্যতা
সোনালী রঙিন স্বপ্নগুলো
সব আজ সাদাকালো বিবর্ণ
হতাশা আর উদাসীনতায় ভরা
না থাকারই মত
যেতে গিয়েও হয় নি তো যাওয়া
যদি জীবনের রং আসে ফিরে

One thought on “কোনও কথা নেই

Comments are closed.