কোন মানে নেই
ভাবনার গতিবিধি অদ্ভুত, কখন যে কি ভাবনা মাথায় আসে বোঝা দায়। মাঝে মধ্যে জীবন নিয়ে যখন ভাবি তখন সত্যি এর কোনও মানে খুঁজে পাই না। যদি আসা তবে যাওয়া কেনো, আর যদি যেতেই হবে তবে আসা কেনো? আর যাওয়া আসা কোনটাই নিজের ইচ্ছায় নয়, পরাধীন এক জীবন। কোথা থেকে আসা, কোথায় বা যাওয়া, মাঝখানের খানিকটা সময় কেনোই বা আমার আমার বলে কাটানো এর কোনও সদুত্তর আছে কি? হয়তো বা আছে, হয়তো বা নেই, থাকলেও আমার জানা নেই। এই ধ্বন্দের মধ্যেই হু হু করে সময় কেটে যাওয়া, জীবনের চাকা ঘুরতে থাকা, চলছে চলুক, শুধুমাত্র দেখে যাওয়া ছাড়া কোনও কিছু করার ও নেই
কোন মানে নেই
চুপচাপ একা ঘরে বসে,
এলোমেলো ভাবনার।
ঘুম জড়ানো চোখে
বই এর একই লাইন
বারবার পড়ার,
পড়তে পড়তে ঘুমিয়ে পড়ার।
লিখতে লিখতে লেখার মাঝে
খেই হারিয়ে ফেলার।
নিস্তব্ধ রাতে দেওয়াল ঘড়িতে
ঢং ঢং করে রাত বারটার
বারোটা ঘন্টা গোনার।
বৃষ্টির হিমেল আমেজে
আনমনে হারিয়ে যাবার ,
মাঝরাতে আচমকা ঘুম ভেঙ্গে
পুরানো প্রেমের কথা ভাববার,
ফেলে আসা দিনগুলোতে
ফিরতে না পারার।
জীবনের দিনগুলো
হু হু করে কেটে যাবার।
কোন মানে নেই,
সত্যি কোন মানে নেই।