অনুভূতি

কথা

কিছু কথা বলা যায়
কিছু কথা যায় না বলা
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে
দুচোখ বেয়ে নামে অশ্রুধারা
ভেসে যায় জনপদ
যায় ভেসে মন
বলতে পারলে ভাল হত
গৃহহীন হত না হাজারো মানুষ
হত না ছন্নছাড়া বহু জীবন ।