কথা বলা
সন্ধ্যার পটভূমিকায় যখন
পশ্চিমাকাশ রক্তে রাঙা
সমুদ্রের নীল জলে অস্তগামী সূর্য্যের কিরণ
এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে
ছটফটে বিহঙ্গেরা সারাদিনের ব্যস্ততা সেরে
ক্লান্ত দেহে ফেরে আপন গৃহে
তখন আমি নিজেকে খুঁজে পাই একান্তে
সময় পাই তার সাথে কথা বলার।
অনেক কথা বলব ভাবি কিন্তু
কিছুই যে হয় না বলা
দুজনে দুজনের দিকে অপলক চেয়ে
চুপচাপ বসে থাকি
নির্ব্বাক ভাষা তবু যেন হয়ে ওঠে বাঙময়
অদ্ভুত শূন্যতায় ভরে যায় চারিদিক
আচমকা সম্বিত ফিরে পেয়ে দেখি
বসে আছি নিজ গৃহকোণে, নিজে আঙ্গিনায়।