অনুভূতি

মহাকাল

সময়ের সাথে সাথে আমাদের জীবনের পথ চলা। শয়নে, স্বপনে,জাগরণে খালি পথ চলা আর চলা, থামবার কোনও উপায় নেই। সময়ের সরণী বেয়ে যখন তখন যেখানে খুশী পৌঁছে যায় মন। নশ্বর শরীর আটকে থাকে বর্তমানে তবে বাধাবন্ধনহীন মন, সে সময়কে সাথে নিয়ে এদিক সেদিক বেড়ায় ঘুরে, সময় যে প্রিয় বন্ধু তার।

যদি সময়ের সাথে পথ
চলতে না পারো
তাহলে তাকে বন্ধু করে নাও
অসহায়তা, একাকীত্ব যখন
তোমায় ধরবে ঘিরে
সে তখন আসবে চুপিচুপি
স্মৃতির সরণী ধরে যাবে নিয়ে
তোমার ভালোবাসার দিনগুলিতে
তোমাকে ভোলাতে
তোমার মুখে হাসি ফোটাতে।

সময় যে তোমাকে খুব ভালোবাসে
সবসময় থাকে তোমার সাথে
পাশাপাশি হাত ধরে চলে
অদৃশ্য সে বন্ধু
তোমাকে অন্তর দিয়ে চেনে
মর্ম্মে মর্ম্মে উপলব্ধি করে
তাকে যদি বুঝতে চাও
চোখ বন্ধ করে মনের গভীরে যাও
দেখবে সে দাঁড়িয়ে স্থির
মহাকাল হয়ে।